এই মেয়ে শোন-:
একটা মেয়ে যখন অনেক সাজুগুজু করে ঘর
থেকে বের হয়, তখন তার মনের ভিতরে একটা
তীব্র আকাঙ্খা কাজ করে। সে চায় সবাই তার
রূপে মুগ্ধ হোক, প্রশংসা করুক। এবার আমরা
দেখবো তাকে দেখে মানুষ আসলে
কিভাবে রিঅ্যাক্ট করে।
মূলত: তিন ধরণের পুরুষ
লোকেরা তাকে দেখে তিন রকমের
প্রতিক্রিয়া করে।
প্রথম দল তার এত পছন্দের
জামাটা এক পলক দেখে কি দেখেনা, কিন্তু
জামার মাপটা ভালো করে নিয়ে নেয় এবং
কল্পনায় তার সাথে শুয়ে পড়ে। এরা দর্জি
প্রকৃতির এবং বেশ ঘুমকাতুরে, এবং এরাই সংখ্যায়
বেশি।
দ্বিতীয় দল এদের দিকে খেয়াল করে
দেখেও না খুব একটা। এনারা মূলত চাহিদামুক্ত
বৃদ্ধলোক, নানা ঝামেলায় ব্যস্তও বটে.
তৃতীয়দল এদেরকে দেখার সাথে-সাথে চোখ
নামিয়ে ফেলে, দু'আ পাঠ করে, এই জাতীয়
বেহায়া মেয়েদের হেদায়েতের জন্যে
দোয়া করে। তাহলে যেই যুবকদের
ইম্প্রেস করতে তুমি এত সাজ সাজলে, তার
একদল তোমাকে স্রেফ মাল মনে করে
ভোগ করতে চায়, আর অন্য দলটি তোমাকে
শয়তানের এজেন্ট মনে করে ঘৃণায় মুখ
ফিরিয়ে নেয়। এবার তুমিই সিদ্ধান্ত নাও বোন তুমি
কার জন্যে সাজবে।
থেকে বের হয়, তখন তার মনের ভিতরে একটা
তীব্র আকাঙ্খা কাজ করে। সে চায় সবাই তার
রূপে মুগ্ধ হোক, প্রশংসা করুক। এবার আমরা
দেখবো তাকে দেখে মানুষ আসলে
কিভাবে রিঅ্যাক্ট করে।
মূলত: তিন ধরণের পুরুষ
লোকেরা তাকে দেখে তিন রকমের
প্রতিক্রিয়া করে।
প্রথম দল তার এত পছন্দের
জামাটা এক পলক দেখে কি দেখেনা, কিন্তু
জামার মাপটা ভালো করে নিয়ে নেয় এবং
কল্পনায় তার সাথে শুয়ে পড়ে। এরা দর্জি
প্রকৃতির এবং বেশ ঘুমকাতুরে, এবং এরাই সংখ্যায়
বেশি।
দ্বিতীয় দল এদের দিকে খেয়াল করে
দেখেও না খুব একটা। এনারা মূলত চাহিদামুক্ত
বৃদ্ধলোক, নানা ঝামেলায় ব্যস্তও বটে.
তৃতীয়দল এদেরকে দেখার সাথে-সাথে চোখ
নামিয়ে ফেলে, দু'আ পাঠ করে, এই জাতীয়
বেহায়া মেয়েদের হেদায়েতের জন্যে
দোয়া করে। তাহলে যেই যুবকদের
ইম্প্রেস করতে তুমি এত সাজ সাজলে, তার
একদল তোমাকে স্রেফ মাল মনে করে
ভোগ করতে চায়, আর অন্য দলটি তোমাকে
শয়তানের এজেন্ট মনে করে ঘৃণায় মুখ
ফিরিয়ে নেয়। এবার তুমিই সিদ্ধান্ত নাও বোন তুমি
কার জন্যে সাজবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন