তাকে বাবা ডাকা নিষেধ ছিলো
আমার জন্মদাতা কে আমি কখনো বাবা বলে ডাকতে পারিনি.... তাকে বাবাআমার জন্মদাতা কে আমি কখনো বাবা বলে ডাকতে পারিনি.... তাকে বাবা ডাকা নিষেধ ছিলো... কারন সে ছিলো পাগল.... পাগলদের "পাগল" ছাড়া আর কোন পরিচয় থাকেনা... আমার মা ছিলোনা... শুনেছিলাম আমার মা একজন ভয়ানক খারাপ মহিলা.. সে আমাকে ফেলে চলে গেছিলো.... ছোটবেলাতে আমাকে এভাবেই অভ্যস্ত করে ফেলা হয়েছিল... আমি জানতাম যে,আমার জন্মদাতা পাগল আর জন্মদাত্রী ডাইনী.... "বাবা-মা" শব্দ দুটির সাথে আমি পরিচিত হয়েছিলাম প্রথম যেদিন স্কুলে যাই তখন... স্কুলের বাকি ছেলে মেয়েদেরকে কিছু লোকজন নিতে আসছিলো... যাদের কে তারা বাবা-মা বলে ডাকছিল... আর আমাকে নিতে গেছিলো "নিতা মিস" আমাকে দেখাশোনা করার জন্য যে মহিলা কে রাখা হয়েছিলো সে.... আমার কোন মানুষ বন্ধুবান্ধব ছিলোনা.... বন্ধু বলতে ছিলো প্রচুর খেলনা.... আমি স্কুলে যাবার আগে জানতাম না যে,মানুষ দের সাথে খেলা যায়.... আমার কোন কিছুর অভাব ছিলোনা... অর্থ-প্রাচুর্য...সব ছিল... দাদা-দাদী আমাকে সব কিছু দিয়েছিলেন... শুধুমাত্র স্নেহ ছাড়া.... একবার স্কুলে আমার এক ক্লাসমেট জিজ্ঞা...